পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে: প্রশ্ন শোয়েবের

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ১৯:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। টেস্ট সিরিজের জন্য পিসিবি ঘোষিত ২০ সদস্যের দল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।

জিও ক্রিকেটের এক অনুষ্ঠানে পাকিস্তান দল নিয়ে আকতার বলেন, ‘পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে বুঝতে পারছি না। ২০ জনের স্কোয়াডে পেসারই বেশি। সবাই ভালো অবস্থায় আছে। কাকে রেখে কাকে বাদ দিবে অধিনায়ক ও কোচ?’

পাকিস্তানের টেস্ট স্কোয়াডে আছেন আটজন পেসার। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি, ফাহিম আশরাফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও ওয়াহাব রিয়াজ।

আখতার আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্ট কি চাইছে সেটা বোঝার উপায় নেই। দলের যে পেস তালিকা তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, দল পেস আক্রমণের ওপর পুরোপুরি নির্ভরশীল। তবে আমি চাই আফ্রিদি ও রিয়াজকে অবশ্যই একাদশে রাখা হোক।’

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)