ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

ধামরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৯:২৯

নওগাঁর ধামইরহাটে খড় বোঝায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আসমা খাতুন (৪০) নামের এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মহিলা ধামইরহাট আশা এনজিওতে চাকরি করতেন।

শুক্রবার বিকাল ৪টায় নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ধামইরহাট-মাতাজি আঞ্চলিক মহাসড়কের কানাই কাশিম্বী নামক এলাকায় এই ঘটনা ঘটে।

স্বামীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলার কমলাবাড়ি থেকে স্বামীর মটরসাইকেলযোগে ধামইরহাট আসার পথে পেছন থেকে আসা একটি ধানের খড় বোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আসমা খাতুন ট্রাকের পেছনের চাকার নিচে পড়েন এবং মাথাসহ শরীরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এই ঘটনায় স্বামী আমজাদ হোসেনসহ তার দুই সন্তান আহত হয়। দুর্ঘটনার সময় ঘাতক চালক ও তার হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি (ঢাকা ড ১৪-৩০৬৬) আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় একটি মামলার পক্রিয়া চলছিল।

(ঢাকাটাইমস/৩১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :