সিংড়ায় বানভাসী সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ পোশাক

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ২০:১৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ার চলনবিল এলাকার বানভাসী দেড় হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের পোশাক দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। শুক্রবার বিকালে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে সুবিধাবঞ্চিত এসব শিশুকে ঈদ পোশাক তুলে দেয়া হয়।

একদিকে করোনা দুর্যোগ, অন্যদিকে প্রবল বন্যায় সিংড়ার চলনবিলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই ঘর হারিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। এবার অনেকের ঘরে ঈদ আনন্দ নেই বললেই চলে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলো করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বানভাসীদের খবর নিতে বিরামহীনভাবে ছুটে চলেছেন প্রতিমন্ত্রী পলক। পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক। এতে বানভাসী কর্মহীন মানুষেরা খুশি।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)