তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ২২:১৩

রাত পোহালেই ঈদ, বাড়ির চারদিকে বন্যার পানি, কিন্ত বছর শেষে ঈদ। আর সেই ঈদের কারণে বাড়িতে প্রস্তুতি নিতে ব্যস্ত সবাই। কে জানে এক নিমিষেই ঈদের কেড়ে নিবে সর্বনাশা পানি। এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের ঘোষপাড়ায়।

শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে সবার অজান্তে পানিতে ডুবে নিখোঁজ হয়। তাড়াশ পৌর সদরের ঘোষপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে আশা খাতুন (৮)। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে থাকে পাড়া-প্রতিবেশীসহ পরিবারের লোকজন।

শিশু আশা খাতুনে চাচা রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।

এ সময় তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের ডিউটির উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরহাদ আলী তাকে মৃত্যু ঘোষণা করে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :