শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৭:৫৪ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ০৭:৪৫
ফাইল ছবি

তীব্র স্রোত ও ভাঙনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এজন্য বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রায় মাসখানেক ধরে শিমুলিয়া ঘাট হয়ে নৌচলাচল ব্যাহত হচ্ছে। বন্যার পানি বৃদ্ধির কারণে শুক্রবার পদ্মাসেতুর মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মাসেতুর সংরক্ষিত অনেক উপকরণ। এজন্য দিনের বেলায় সীমিত আকারে ফেরি চললেও রাতে বন্ধ রাখতে হচ্ছে। পদ্মার পানিতে প্রচুর স্রোত, তাতে পলিও রয়েছে। পলিজমে চ্যানেলের মুখ ভরাট হয়ে যাচ্ছে। এতে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে স্রোতের কারণে ফেরি ঠিক পথে চলতে গিয়ে বাধার মুখে পড়ছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। নদী পারাপারে তিনগুণের বেশি সময় লাগছে। যেখানে ঈদকে সামনে রেখে ১৭টি ফেরি চলাচল করার পরও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো, সেখানে ছোট-বড় মিলিয়ে মাত্র ১০টি ফেরি চলছে। এসব কারণে ঘাটে যাত্রী ও যানবাহনের জটলা গতকাল অনেক বাড়ে। যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।

ঢাকাটাইমস/১আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :