লাল সবুজ সংঘের ‘ঈদ উপহার’ বিতরণ

প্রকাশ | ০১ আগস্ট ২০২০, ০৮:১৯ | আপডেট: ০১ আগস্ট ২০২০, ১৪:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে যশোর জেলার বাঘারপাড়ার তরুণদের সংগঠন লাল সবুজ সংঘ। সংগঠনের উপদেষ্টা ও দাতা সদস্যদের অর্থায়নে এই উপহার দেয়া হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহানুর রহমান বাপ্পী বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য জন্ম হয়েছে লাল সবুজ সংঘর। দেশের এই ক্রান্তিকালে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কর্মহীন হয়ে পড়া মানুষের উপকারে আসবে।

লাল সবুজ সংঘের এমন কাজের প্রশংসা করেছেন সংগঠনের উপদেষ্টা মোঃ মুরাদ হোসেন এবং মোঃ মহিউদ্দিন হোসেনসহ অন্যান্যরা।

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ‘লাল সবুজ সংঘের প্রধান এবং একমাত্র কার্যালয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। মূলত এ অঞ্চলের (বাসুয়াড়ী ইউনিয়ন) শিক্ষার্থীরাই একত্রিত হয়ে গড়ে তোলেন এ সংগঠনটি।

বৃক্ষরোপন, শীত বস্ত্র বিতরণ, নিয়মিত রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ঈদ উপহার সামগ্রী বিতরণ, বিভিন্ন দিবসে কর্মসূচি পালন করে তারা।

ঢাকা টাইমস/০১আগস্ট/একে