করোনা থেকে সুস্থ হয়ে ঈদের জামাতে মাশরাফি

প্রকাশ | ০১ আগস্ট ২০২০, ১২:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা কুড়ি দিনের মতো করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ মাশরাফি বিন মর্তুজা। তাও বেশ আগেই। কিন্তু এতদিন বাসা থেকে খুব একটা বের হননি। যাননি মসজিদেও। শনিবার ঈদের জামাত আদায়ের মধ্য দিয়ে করোনা থেকে মুক্তির পর জনগণের সামনে এলেন মাশরাফি।
শনিবার সকাল সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে  প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতেই নামাজ আদায় করেন মাশরাফি। সঙ্গে ছিলেন তার মামা ও ভাই।
গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০ থেকে ২২দিন মহামারি করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন তিনি। সুস্থ হলেও নিরাপত্তার স্বার্থে এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি।
নামাজ শেষে এলাকাবাসীসহ ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। তিনি সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১আগস্ট/এইচএফ)