আগৈলঝাড়ায় ইউএনওসহ চারজনের করোনা শনাক্ত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১৩:০৭

বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও চেীধুরী রওশন ইসলামসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৮ জুলাই ইউএনও’র স্ত্রীসহ সাতজনের আক্রান্তর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

শুক্রবার রাত ১০টায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামসহ উপজেলায় চারজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, রাজিহার ইউনিয়নের ধানডোবা গ্রামের একজন, গৈলার কালুপাড়া গ্রামের একজন ও কালুপাড়া গ্রামের অপরজন রানী বালা। রানী বালা ২৯ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত রানী বালার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে তার করোনা পজেটিভ আসে। একই দিন তিনজনের শরীরে করোনা নেগেটিভ ফলাফল এসেছে।

উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন এবং মারা গেছেন তিনজন।

(ঢাকাটাইমস/১আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :