খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সস্ত্রিক করোনা আক্রান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১৯:০৩

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর উজ্জ্বল কুমার হালদার ও তার স্ত্রী সম্পা ভৌমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে উজ্জ্বল কুমার হালদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২২ জুলাই অসুস্থ বোধ করার পর তিনি নমুনা পরীক্ষা করালে ২৬ জুলাই তার করোনা পজেটিভ আসে। এর পরের দিন নমুনা পরীক্ষায় তার স্ত্রীরও করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং বাসায় রয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার খাগড়াছড়ি জেলা প্রশাসনে যোগদানের পর থেকেই করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে সরাসরি মাঠে নেমে কাজ করতে থাকেন। এছাড়া প্রতিটি বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে অভিযান এবং পরিবেশ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :