কাঁঠালবাড়ী ফেরিরুটে পরীক্ষামূলক পণ্যবাহী যান চলবে: নৌ প্রতিমন্ত্রী

প্রকাশ | ০১ আগস্ট ২০২০, ১৯:০৭ | আপডেট: ০১ আগস্ট ২০২০, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শিমুলিয়া -কাঁঠালবাড়ী ফেরিরুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ভাঙ্গণকবলিত এলাকা পরিদর্শকালে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, 'শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিরুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যানবাহন চলাচল করবে।'

এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

পরবর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমেদ কায়কাউস, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন এবং প্রতিমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

ঢাকাটাইমস/০১আগস্ট/কারই/ইএস