যশোরে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ২০:১৯

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সামাদ খান(৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিন রাতে ১০৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন৷ নিহত বৃদ্ধ যশোর সিটি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রফেসর আব্দুস সামাদ খান সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানের বাবা।

গত ১৭ জুলাই অধ্যাপক আব্দুস সামাদ খানের শরীরে করোনা শনাক্ত হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাতে তিনি মারা যান। অধ্যাপক আব্দুস সামাদ খানকে নিয়ে যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেলেন ২৫ জন।

ডা. শেখ আবু শাহীন জানান, গত রাতে করোনা ভাইরাসে এক বৃদ্ধ মারা গেছেন এবং ১০৭ জন পজেটিভ শনাক্ত হয়েছেন৷

একই দিন সকালে প্রথম দফার ফলাফলে জেলার ২৩ জন পজেটিভ শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ৷ ওই দিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষা শেষে রাতে যশোরের ১০৭টি নমুনা পজেটিভ বলে জানিয়ে দেয়া হয়।

পজেটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে অবশ্য দুইজনের বাড়ি যশোরের বাইরে। তারা যশোরে এসে নমুনা দিয়েছিলেন। বাকি ১০৫ জনের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলায় আছেন ৫২ জন। এছাড়া কেশবপুরে আছেন ২০ জন, শার্শায় ১৫ জন, ঝিকরগাছায় ছয়জন, মণিরামপুরে পাঁচজন, অভয়নগরে পাঁচজন এবং চৌগাছায় একজন।

(ঢাকাটাইমস/১আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :