ঈদের দিনে ফরিদপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ২০:৩৭

ফরিদপুরের পদ্মা নদীর পাড়ের এলাকায় ধলার মোড়ের আশপাশের অঞ্চলে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।

নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর অঞ্চলে ঈদ উপহার বিতরণ করে। সেনাপ্রধানের পক্ষ হতে ফরিদপুরে বন্যাদুর্গত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ক্যাপ্টেন সাকিফ মুবাশ্বির জানান, আমাদের একটি টিম ফরিদপুরে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দেয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যাদুর্গত লোকজনকে সহায়তার জন্য সেনাপ্রধানের পক্ষ হতে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী সহায়তা দেয়া হচ্ছে।

নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীর ফরিদপুর জেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ফরিদপুরের সাত উপজেলার সাড়ে ৫০০ গ্রাম এখন প্লাবিত। পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ।

(ঢাকাটাইমস/১আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :