করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ | ০২ আগস্ট ২০২০, ১২:১২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মালেক। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুল মালেক সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা বারুইপুর গ্রামের হাতেম আলীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল রাত সাড়ে আটটায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন (২) ওয়ার্ডে ভর্তি হন তালা উপজেলার মাগুরা বারুইপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেক। এক ঘণ্টা পর তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৯ জন।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এমআর)