ঈদের দিন রাজশাহী বিভাগে করোনায় তিনজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৫:৪৩

রাজশাহী বিভাগে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে ঈদের দিন শনিবার। এদের মধ্যে দুজন বগুড়া এবং একজন জয়পুরহাটে মারা যান। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানান।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন।

ঈদের দিন নতুন ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় নয়জন শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে বগুড়ার ৪১, রাজশাহীর ৭ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে ১৩ হাজার ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ২৩০ জন করোনা রোগী।

(ঢাকাটাইমস/২আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :