আয়ারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৫:৫৯ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৫:৫৩

সাউদাম্পটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ-২০২৩ এর পথে হাঁটার দারুণ সূচনা করে বর্তমান বিশ্বজয়ীরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দুদল।

তিন বছরব্যাপী ১৩ দলের এই সুপার লিগের শীর্ষ সাত পরের বিশ্বআসরে সরাসরি জায়গা করে নেবে। স্বাগতিক ভারত তো সরাসরি খেলবেই, ১০ দলের আসরের বাকি দুটিকে আসতে হবে আরেকটি বাছাইপর্ব পেরিয়ে।

সাউদাম্পটনে দিবারাত্রির ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১২ রান তোলে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩২.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামা ইংল্যান্ড ৪৪ রানে আইরিশদের প্রথম ৪ উইকেট তুলে নেয়। সেই ঝড় সামলে দুইশ পেরিয়ে যায় সফরকারীরা।

২১ বছর বয়সী অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার আগের ম্যাচে অপরাজিত ৫৯ করার পর টানা দ্বিতীয় ফিফটি তুলেছেন, এবার ৮ চারে ৮৭ বলে ৬৮ রানের ইনিংস। বাকিদের কেউ ত্রিশের ঘর পার করতে পারেননি।

গত ম্যাচে ৫ উইকেট নেয়া ডেভিড উইলি এবার পেয়েছেন ২টি। সাকিব মাহমুদ এ ম্যাচেও ২টি ও আদিল রশিদ নিয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই জেসন রয়কে হারানো ইংল্যান্ডকে পথ দেখান জনি বেয়ারস্টো। ঝড় তুলে ১৪ চার আর ২ ছক্কায় ৪১ বলে করে যান ৮২ রান।

স্যাম বিলিংস আগের ম্যাচের অপরাজিত ৬৭ রানের পর এদিন অপরাজিত ৪৬ ও উইলির অপরাজিত ৪৭ রানে জয়ে নোঙর ফেলে ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :