কাল দেশে ফিরছে ৬৪ লেবানন প্রবাসী

প্রকাশ | ০২ আগস্ট ২০২০, ২১:০২

ওয়াসীম আকরাম, লেবানন

লেবাননে ডিটেনশন সেন্টার থাকা ৬৪ জন প্রবাসী বাংলাদেশিকে রবিবার দেশে পাঠানো হয়েছে। মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে কয়েক মাস বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না  এসব লেবানন প্রবাসী।

বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় আজ ৬৪ জন প্রবাসীকে নিয়ে কাতার এয়ার লাইন্সের একটি ফ্লাইট বৈরুত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার হযরত শাহ জালাল বিমান বন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

রবিবার স্থানীয় সময় ১টা ১৫ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমান বন্দর  থেকে ফ্লাইটটি উড্ডয়ন  করেছে। কোন প্রকার সমস্যা না হলে  ফ্লাইটটি দোহাতে অবতরণ করে আবার রবিবার সন্ধ্যা ৬:৫ মিনিটে  উড্ডয়ন করবে। পরে সোমবার বাংলাদেশ সময় রাত ২:১০ মিনিটে  হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)