নরসিংদীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ | ০২ আগস্ট ২০২০, ২১:৪০

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীর বেলাব উপজেলায় পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হয় জাকির হোসেন (২০) এবং নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান ইউনির্ভারসিটির শিক্ষার্থী শরিফ খাঁন (২২)।

এর মধ্যে রবিবার সকাল ১১টায় বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে নৌকাযোগে বেড়াতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে ওই মাদ্রাসা ছাত্রের।

অন্যদিকে, একইদিন দুপুর সাড়ে ১২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরিফ খাঁনের।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেফায়েত উল্লাহ পলাশ এসব ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/২জুলাই/পিএল)