ঠাকুরগাঁওয়ে আরো ২৪ জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ২৩:৪০

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তের ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মী ও অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাসহ নতুন করে আরো ২৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৩ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ২৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। তা যথাক্রমে সদর উপজেলা-১৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন এবং হরিপুর উপজেলায় ২ জন।

নতুন আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও সদর হাসপাতালের ৪ জন স্বাস্থ্য কর্মী, অগ্রণী ব্যাংকের ৩৭ বছর বয়স্ক কর্মকর্তা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৪৫ বছর বয়স্ক স্টাফ, হাজীপাড়ায় স্বামী (৪০), স্ত্রী (৩০), ঠাকুরগাঁও রোডে ৬৩ বছর বয়স্ক ব্যক্তি ও ১৬ বছরের ২ বোন, গোয়ালপাড়ায় ৩৫ বছর বয়স্ক ব্যক্তি, কলেজপাড়ায় ২৯ বছর বয়স্ক ব্যক্তি, ছিট চিলারংয়ে ২০ বছরের নারী ও ৫৮ বছর বয়স্ক ব্যক্তি, রায়পুর ইউনিয়নের ৮০ বছর বয়স্ক নারীসহ মোট ১৬ জন করোনা পজিটিভ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ১২ জন। পূর্বের রিপোর্টসহ জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৩ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন এবং মারা গেছেন ছয়জন।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :