কিশোরগঞ্জে অন্য রকম ঈদ আনন্দ

প্রকাশ | ০২ আগস্ট ২০২০, ২৩:৫৯

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে অন্যরকম ঈদানন্দ উদযাপন করেছেন মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।

কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে রবিবার বিকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের শুকুর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদানন্দ উদযাপন উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যন মো: মনসুর আলী।

খেলায় হাসান কিংস ও খোকন টাইগার্স-এর মধ্যকার খেলায় কোনো গোল না হওয়ায় পরে ট্রাইবেকারে ২-০ গোলে হাসান কিংস দল জয়লাভ করে বিজয় ট্রপি ছিনিয়ে নেয়।

এসময়  খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন জেলা পরিষদের সদস্য সাজ্জাদুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যন আব্দুস সাত্তার, এক্সিম ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল আরেফিন, সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সমাজ সেবক সোহরাব হোসেন, খুরশিদুল আলম ওয়াশি, মাসুম বিল্লাহ, ফজলুল করিম কবির, আব্দুল্লাহ আল হাদী, ইউপি সদস্য কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, শুকুর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিরাজ মিয়া, মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা  আমিনুল হক সাদী, ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাছানসহ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

খেলা পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিন।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)