করোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ১১:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনিও অমিত শাহর মতোই নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করেছেন। খবর দ্য ওয়ালের।

ইয়েদুরাপ্পা টুইটে লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি, তবে ডাক্তারের পরামর্শে সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমি অনুরোধ করছি, সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা সকলেই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকুন।'

রবিবার  অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশিই খবর আসে, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং আক্রান্ত হয়েছেন করোনায়। এদিনই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ কমলারানি বরুণের। ৬২ বছর বয়সের এই সাংসদ লখনউয়ের হাসপাতালে ভর্তি ছিলেন জুলাই মাসের ১৮ তারিখ থেকে।

ঢাকা টাইমস/০৩আগস্ট/একে