রেলে বড় নিয়োগ আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১২:৫৫

প্রায় ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে বাংলাদেশ রেলওয়েতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে রেলওয়েতে এই নিয়োগের অনুমোদন দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিধি তৈরি করা হবে বলে জানা গেছে।

রবিবার এই তথ্য জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছিল। ইতিমধ্যে তিনি এই জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন।

তিনি আরও বলেন, ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে। সাধারণত নিয়োগবিধি তৈরি করতে চার থেকে ছয় মাসও সময় লেগে যায়। তবে আমরা ৩০ দিনের ভেতর করার চেষ্টা করছি। কিছুদিন বেশিও লাগতে পারে।

মাহবুব কবীর জানান, এই নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর গেজেট হবে। গেজেট হওয়ামাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ নিয়ে নানা সময় দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। তবে সামনের এই বড় পরিসরের নিয়োগ যাতে পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে শেষ হয় সেই সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে মাহবুব কবির বলেন, তার (প্রধানমন্ত্রীর) ঐকান্তিক আগ্রহ আর সদয় ইচ্ছায় রেল এক বিশাল কর্মীবাহিনী পাচ্ছে।

তিনি রেলমন্ত্রী, সচিব, ডিজি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :