কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ১৩:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল নয়টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

নিহতরা হলেন, মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি, মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।

গতকাল দুপুরের দিকে মাওরা গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন। গতকাল অনেক চেষ্টা করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়্।

ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর