ঢাকায় আনা হয়েছে করোনা আক্রান্ত এমপি সালমাকে

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ১৩:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনায় আক্রান্ত রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে ঢাকায় আনা হয়েছে। সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন সালমা চৌধুরী রুমা। এখন তিনিই করোনায় আক্রান্ত। বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে আসেন।

ঈদের দুদিন আগে সালমার নমুনা দেয়া হয়। রবিবার তার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এর আগেও সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/বিইউ/এমআর)