তাড়াশে আরও ৫ করোনা রোগী

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ১৩:২৯

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে (কোভিড-১৯) ৫জন করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায়  করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০জন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন জানিয়েছেন, নতুর শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে- তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার শাহাদৎ হোসেন, ডেন্টাল চিকিৎস মনোয়ারুল ইসলাম, হাসপাতালের নার্স আয়েশা সিদ্দিকার ছেলে মোহাম্মাদ আলী, ভাটারপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি সনজিত কুমার সরকার ও তাড়াশ সদরের টিএন্ডটি এলাকার আব্দুল খালেক পিয়াসের স্ত্রী মোছা. কনা খাতুন। 

হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র মনিরুজ্জামান বাবলু জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে রোববার বিকালে তাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। নতুন করে ৫জনসহ উপজেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে ৪০জন হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/৩ আগস্ট/পিএল