বাংলাদেশি যুবককে পাথর ছুঁড়ে মারল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৬:২১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে নাগরনদী হতে আল-মামুন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় বাহিনী বিএসএফ পাথর ছুঁড়ে তাকে হত্যা করেছে। সোমবার রত্নাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পাশের ৩৮২/৩-এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

নিহত মামুন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ঠকবস্তি পশ্চিম হরিনমারি এলাকার সাদেক আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার রাতে চার-পাঁচজনের একটি দল গরু ও ফেনসিডিল আনতে ভারতে যান। রবিবার গভীর রাতে ফেরার সময় বাংলাদেশের রত্নাই এবং ভারতের সোনামতি সীমান্তে ৩৮২/৪-এস পিলারের পাশে ভারতীয় আয়রন ব্রিজের নিচে গেলে বিএসএফ সদস্যরা তাদের পাথর ছুড়ে মারে। এ সময় পাথরের আঘাতে আল-মামুন নিহত হন এবং ঠকবস্তি পশ্চিম হরিনমারী এলাকার মোহাম্মদ আলী ওরফে বম (২৮)সহ দুজন আহত হন। আহতরা পালিয়ে এলেও নিহত আল-মামুনের লাশ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাগর নদীতে ভেসে উঠে।

৫৯- বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :