ব্যাংকপাড়ায় কাটেনি ছুটির আমেজ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৬:৪৩
ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিলের সোমবারের চিত্র। ছবি: সাইফুল ইসলাম

ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকপাড়ায় এখনো কাটেনি ছুটির আমেজ। প্রথম দিন কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকের উপস্থিতি ছিল কম।

সোমবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সোমবার মতিঝিল ব্যাংকপাড়ায় নেই মানুষের ভিড়। ব্যাংকগুলোও অনেকটা ফাঁকা। কর্মকর্তারা অলস সময় পার করছেন। লেনদেন কার্যক্রমেও নেই ভিড়।

ঈদের ছুটির পর প্রথম দিনের কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে মতিঝিল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোদাচ্ছের হাসান ঢাকা টাইমসকে বলেন, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুলেছে। গ্রাহক উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। লেনদেনও কম হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন লেনদেন হচ্ছে না। সঞ্চয়পত্র, বিভিন্ন আমানত স্কিমের লেনদেন হচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কম। ৫০ শতাংশের মতো এসেছেন। অনেকে ছুটিতে আছেন বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে; তবে পুরোপুরি কার্যক্রম চালু হতে আগামী রবিবার লেগে যাবে বলে তিনি জানান।

প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা টাইমসকে বলেন, জনগণের মধ্য থেকে এখন করোনা আতঙ্ক দূর হয়েছে। ঈদের আগে থেকেই লেনদেন স্বাভাবিকভাবে চলছে। ঈদ পরবর্তী ব্যাংকিং কার্যক্রমের প্রথম দিন হওয়ায় গ্রাহক উপস্থিতি কম ছিল আজ। দ্রুতই স্বাভাবিক হবে লেনদেন। গ্রাহক উপস্থিতি ধীরে ধীরে বাড়বে বলে আশা প্রকাশ করেন এ ব্যাংকার।

সবশেষ গত বৃহস্পতিবার অফিস হয়ে শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রবিবারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/আরএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা: ক্যাব চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

এই বিভাগের সব খবর

শিরোনাম :