করোনা মোকাবেলায় আমরা সফল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:০৬ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৭:০০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সফল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, এজন্য বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান যখন সমালোচিত হচ্ছেন তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।’

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমতে থাকায় নিজের স্বস্তির কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা একটু হলেও স্বস্তির মধ্যে আছি, গত কয়েক দিনে মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। যেটা গড়ে ৪০ ছিল, গত ২-৩ দিন যাবৎ এটা ২০ এর ঘরে চলে আসছে। এটা যদি বজায় থাকে, আমরা মনে করি একটি সফলতা। আমরা আনন্দিত যে মৃত্যু কমে আসছে। কমে আসতে আসতে যদি শূন্যের কোটায় নেমে আসে তাহলে আমরা আল্টিমেট গোল অ্যাচিভ করতে পারব।’

করোনার টিকা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর।’

স্বাস্থ্যকর্মীদের হোটেলে রাখা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের অনেক দিন হোটেলে রেখেছিলাম। এখন যেসব স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন তাদের আর হোটেলে রাখা সম্ভব নয়। এর পরিবর্তে স্বাস্থ্যকর্মীদের বিশেষ ভাতা দেয়া হবে।’

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা করোনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম। একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়। করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার হানা। এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যাননি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :