ঠাকুরগাঁওয়ে জমির আইল নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ১৯:২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মন্ডলপাড়া গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পানিয়া বর্মন(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু  হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দোগাছি মন্ডলপাড়া গ্রামের পানিয়া বর্মন বাড়ির পাশে জমিতে আমন ধানের রোপা লাগাতে গিয়ে দেখতে পায় তার জমির আইল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওই সময় তার জমির লাগোয়া ফাকাসু বর্মন তার জমিতে কাজ করছিল। এতে আইল কেটে ফেলার কথা জিজ্ঞাসা করলে পানিয়া ও ফাকাসুর মাঝে বাকবিতণ্ড থেকে সংঘর্ষের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ফাকাসু বর্মন চারা পরিবহনের বাংকুয়া দিয়ে পানিয়া বর্মনের পেটে সজোরে গুতা মারলে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে পানিয়ার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় পানিয়া বর্মনের ছেলে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)