মসজিদ কমিটি নিয়ে বিরোধ, শাবলের আঘাতে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ২১:৩৬

জামালপুর সদর উপজেলার রনরামপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রতিপক্ষে শাবলের আঘাতে মুক্তার হোসেন মুক্তা নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই হত্যাকারী বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, রনরামপুর গ্রামের কপালীপাড়া নতুন জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েক দিনে ঘরে রফিকুল ইসলাম বকুলের সাথে একই গ্রামের আব্দুল মজিদের পুত্রদের বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে সোমবার দুপুর ২টার দিকে আব্দুল মজিদের পুত্র আনোয়ার, সুমন ও মামুন তাদের লোকজন নিয়ে রফিকুলের ভাতিজা মোক্তারের উপর হামলা চালায়। হামলাকারীরা মুক্তাকে একা পেয়ে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। এসময় মুক্তার সজনরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার হাসপাতালে যান এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে নিহতের স্বজনদের আশ্বাস দেন।

এই হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :