পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ২১:৫৮

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফলে পনিতে ডুবে একই পরিবারের তিন বোন মারা গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন বোন হলো- মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। মাহফুজা ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের মেয়ে ও মানছুরিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। মরিয়ম ও মারিয়া একই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে এবং কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার দশম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তারা সম্পর্কে চাচাতো বোন।

নিহতের পারিবার বলছে, সোমবার দুপুরে তিন বোন এক সাথে গোসল করতে বাড়ির পুকুরে যায়। দুপুর পার হলেও পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ না পেয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরে গিয়ে দেখতে পায়- মাহফুজা, মরিয়ম ও মারিয়ার ভাসমান লাশ।

নিহতের স্বজন মাওলানা মহিউদ্দিন জানান, তারা কেউ সাঁতার কাটতে জানত না। তিন বোন একই সাথে পুকুরে গোসল করতে য়ায়। সম্ভবত পা পিছলে গিয়ে কেউ পড়ে গেলে একজন অপরজনকে বাঁচাতে গেলে তিন বোনেরই এ করুণ মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)