চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

প্রকাশ | ০৩ আগস্ট ২০২০, ২৩:১৮

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
পানিতে ডুবে মৃত আবু আদিফ (৪)। ছবি: ঢাকাটাইমস

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে আবু আদিফ (৪) নামে এক শিশু ও সিএনজি অটোরিকশার ধাক্কায় মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় পূর্ণীমা (৯) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার কিছু আগে মর্মান্তিক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন পশ্চিম পাড়া মজুমদার বাড়িতে। আদিফের বাবা আবু ছায়েম মিয়াজী হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

আবু ছায়েম মিয়াজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, কাজের কারণে আমি বাইরে থাকলেও আদিফ বেশির ভাগ সময় মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। সোমবার বিকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে  খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

একইদিন বাদ এশা স্থানীয় মসজিদে জানাজা শেষে আদিফকে নানার বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার বাবা।

অন্যদিকে মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় পূর্ণীমা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের সিপাইকান্দী গ্রামেন খোকন বেপারীর মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ৩টায় সিএসবি ব্রিক ফিল্ডের সামনে বেড়িবাঁধের উপরে।

শিশু পূর্ণীমা তাদের পরিবারের লোকজনের সঙ্গে ধনাগোদা নদীতে গোসল করতে আসে। গোসল শেষে রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সাহেববাজার থেকে আশা সিএনজি অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার আত্মীয়স্বজন এসে আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা খারাপ দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

চাঁদপুর হাসপাতালের আনার পর চিকিৎসক সুজাতউল্লাহ্ রুবেল তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা ঘটানো সিএনজি অটোরিকশাটির চালক দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উত্তর গাজীপুর থেকে আটক করা হয়।

দুটি ঘটনার জন্য পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ও মতলব থানার ওসি।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)