৩৭০ ধারা বাতিলের বছরপূর্তি, কাশ্মীরে কারফিউ জারি ভারতের

প্রকাশ | ০৪ আগস্ট ২০২০, ০৯:০৮ | আপডেট: ০৪ আগস্ট ২০২০, ০৯:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের এক বছর পূর্ণ হবে ৫ আগস্ট। ওই আইনের মাধ্যমে ভারত সরকার কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সেসময় উত্তাল হয়ে উঠেছিল কাশ্মীর। বছরপূর্তিতে বিশৃঙ্খলা এড়াতে কাশ্মীরে কারফিউ জারি করেছে ভারত সরকার। নিরাপত্তাবাহিনী আরও বাড়ানো হয়েছে। খবর দ্য ওয়ালের।

আজ ৪ আগস্ট মঙ্গলবার ও আগামীকাল বুধবার ৫ আগস্ট কার্ফু জারি থাকবে কাশ্মীরে। শ্রীনগরের জেলা প্রশাসক বলেছেন, 'আমরা খবর পেয়েছি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু দল এই ৫ আগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় দাঙ্গা বাধানোর চেষ্টা চলতে পারে। নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক দিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।'

২০১৯ সালের ৫ আগস্টের আগেই রাজ্যজুড়ে বিপুল সেনা নিয়োগ করেছিল ভারত। সাধারণ মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারেননি। সবাই অনেকটা অনুভব করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। ৩৭০ ধারা বাতিলের এক বছর পরও কাশ্মীরের চিত্রে খুব একটা বদল আসেনি।

সেইসময় কাশ্মীরের প্রায় সব জনপ্রিয় রাজনীতিবীদদের গ্রেফতার করা হয়। চলতি বছরে সাবেক দুই মুখ্যমন্ত্রী মুক্তি পেলেও এখনো জেলে বন্দি রয়েছেন মেহবুবা মুফতিসহ অন্যান্য রাজনীতিবীদরা।

ঢাকা টাইমস/০৪আগস্ট/একে