বাবা-মায়ের পাশে চির নিদ্রায় শায়িত এটিএম আলমগীর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ২০:২১

রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক (১৯৯১-৯৬ সাল) সংসদ সদস্য ও সর্বশেষ জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর।

মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে বাবা সুলতান আহম্মেদ মাইজভান্ডারী ও মা ছায়েরা খাতুনের পাশে চির নিদ্রায় শায়িত হলেন তিনি। এর আগে মনোহরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়।

দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু।

এর আগে সোমবার রাত ৯টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বিএনপি থেকে নির্বাচিত এমপি আলমগীর গত নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর নাঙ্গল প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে নির্বাচন করেন।

(ঢাকাটাইমস/৪আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :