আত্রাইয়ে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ০৪ আগস্ট ২০২০, ২১:৩৪ | আপডেট: ০৪ আগস্ট ২০২০, ২১:৩৭

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর গ্রামে।

পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে আত্রাই থানার বিহারীপুর গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন (২০) সঙ্গে একই উপজেলার রসুলপুর গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে ও ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল, এমন গোপন সংবাদে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এ ব্যাপারে ওসি মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে বাল্যবিবাহ নিষিদ্ধ। তাই কিশোরী মেয়েটি যাতে লেখাপড়া করে বিকাশিত হতে পারে, সে জন্য বিয়ে বন্ধ করে শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএ)