করোনা মোকাবেলায় সবচেয়ে ভালো কাজ করছি: ট্রাম্প

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ০৮:২৫
ফাইল ছবি

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিজের ঢাক পেটাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার দাবি, করোনা মোকাবেলায় তার সরকার দারুণ কাজ করছে। আবার ভারতের করোনা সংক্রমণের হার যে বড়সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তা মনে করেন ট্রাম্প। পাশাপাশি চীনে যে এখন নতুন করে দাবানলের মতো সংক্রমণ ছড়াচ্ছে তা জানাতে ভোলেননি তিনি। অন্য দেশের করোনা পরিস্থিতিও যে খারাপ, সেটাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে। মারা গেছেন প্রায় এক লাখ ৬০ হাজার। সুস্থ হয়েছেন ২৫ লাখের কাছাকাছি। সেখানে ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫। নতুন আক্রান্ত ৫২ হাজার ৫০। চীনে আবার মঙ্গলবার নতুন করে ৩৬ জনের শরীরে সংক্রমণের প্রমাণ মিলেছে।

ট্রাম্প বলছেন, ‘‌করোনা মোকাবেলায় যেকোনো দেশের চেয়ে আমরা ভালো কাজ করছি। বিশ্বে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, সেই চিত্রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।’‌

এরপরই ট্রাম্পের সংযোজন, ‘‌বিভিন্ন খবরে দেখছি, অনেক দেশই ভেবেছিল এই ভাইরাসকে তারা শেষ করে দিয়েছে। কিন্তু তা আদৌ নয়।’‌

আমেরিকায় ৬০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। ট্রাম্পের কথায়, ‘‌অন্য দেশগুলো এই সংখ্যার ধারেকাছে পৌঁছাতে পারেনি। র‌্যাপিড টেস্ট হয়েছে। ১৫–২০ মিনিটের মধ্যে রিপোর্ট এসেছে। কোনো দেশ যা পারেনি। তাই মনে হয়, করোনা মোকাবেলায় আমরাই সবচেয়ে ভালো কাজ করেছি।’‌

আমেরিকায় সংক্রমণের হার যে কমছে তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পজিটিভ কেসের সংখ্যা এক সপ্তাহে ৬ শতাংশ কমেছে। হটস্পট এলাকাতেও সংক্রমণ ধীরে ধীরে কমছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। জর্জিয়া, মিসিসিপ্পি, ওকলাহোমার মতো অঞ্চলে সংক্রমণ বাড়লেও তা ধীরে ধীরে কমবে বলে আশাবাদী ট্রাম্প।

দেশবাসীকে করোনা বিধি পালনের অনুরোধ করেছেন ট্রাম্প। ভ্যাকসিনও যে দ্রুত বাজারে আসবে, সে কথাও জানাতে ভোলেননি তিনি।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :