বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৫:১০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে হেল্পলাইন চালু করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এই হেল্পলাইনে বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে বলেছে দূতাবাস।

বুধবার লেবানন বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলা হয়, মঙ্গলবার আনুমানিক বিকাল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে দুজন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যদি আরও কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায় তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৬১-৮১ ৭৪৪ ২০৭ তে জানানোর জন্য অনুরোধ করা হলো।

বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন, মেহেদি হাসান ও মিজানুর রহমান। দুজনই আশরাফি এলাকায় নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর এই ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাই বর্তমানে হাসফাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরকদ্রব্যের গুদামে ভয়াবহ এক বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত চার সহস্রাধিক। গতকাল মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনি ধসে পড়েছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :