ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র স্রোতে সেতুতে ধস

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্যার পানির প্রবল স্রোতে ১২ মিটার দৈর্ঘ্য একটি সেতু ভেঙে পড়েছে। এতে চার গ্রামের যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।

সোমবার রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর-মরিচাকান্দি ও শান্তিপুর সড়কের চর-মরিচাকান্দি বিলের উপর স্থাপিত এ সেতুটির মাঝখানের অংশ দেবে যায়।

এতে কোন বিকল্প পথ না থাকায় চরমরিচাকান্দি, শান্তিপুর, চরশিবপুর, ইছাপুর গ্রামের কয়েক হাজার লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।

এলাকাবাসী জানায়, সেতুর মাঝে যে পিলার থাকে, বন্যার পানির তীব্র স্রোতের কারণে তার নিচ থেকে মাটি সরে গেছে। আর তাই ভার ধরে রাখতে পারেনি সেতুটি।

এ ব্যাপারে এলজিইডির বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, এটি একটি কালভার্ট- সেতু নয়। আগামী নভেম্বরে তা নতুন করে নির্মাণ করা হবে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)