উল্টো পথে ফেরিতে উঠার চেষ্টা, ভুল স্বীকার আলালের

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ১৬:৫১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে সিরিয়াল ভেঙে উল্টো পথে ফেরিতে ওঠার চেষ্টা করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি ফিরিয়ে দিয়েছেন গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর সিরিয়াল ধরে একই ফেরিতে ওঠে আলালের বহনকারী প্রাইভেট কারটি।

নিয়ম ভেঙে দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নং পল্টুনে উঠে মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়িটি। পরে ফেরিতে উঠে মোয়াজ্জেম হোসেন আলাল তার ভুল বুঝতে পেরে প্রতিনিধি পাঠিয়ে ওসিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানান।

গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান বলেন, গত ছয় মাস ধরে ‘দৌলতদিয়া ঘাট দিয়ে কোনো ভিআইপি নদী পারাপার নেই। তারপর আবার তিনি উল্টো পথে অর্থাৎ সিরিয়াল না মেনেই ফেরিতে ওঠার চেষ্টা করছিলেন বিএনপির এই নেতা। আর এটাকে করার সুযোগ করেছে দৌলতদিয়া ঘাটের বিএনপির দলীয় কিছু কর্মী। কিন্তু তাকে নিয়ম মেনে ফেরিতে ওঠার জন্য ফিরিয়ে দেয়া হয়েছে। মূলত আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি মাত্র।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)