সাড়া ফেলেছে বাংলাদেশের ‘বড় লোকের বেটি’

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ১৭:২৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২০, ১৭:৪৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ভারতের প্রখ্যাত পল্লীগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি’ গানটি লিখেছিলেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। চলতি বছরের মার্চে নতুন করে গানটির একটি মিউজিক ভিডিও বের করেন ভারতীয় শিল্পী বাদশা। তার কণ্ঠে সুপারহিট এ গানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। রতন কাহারের সেই গানটিকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশেও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সংগীত পরিচালক জেকে মজলিশ।   

গানটিতে কণ্ঠ দিয়েছেন জেকে মজলিশ ও বিন্দু কনা। ঈদ উপলক্ষে বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে। ৩ জুলাই রাতে মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে গান ও ভিডিও। যেখানে মডেল হিসেবে পারফর্ম করেছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জেকে মজলিশ ও বিন্দু কনাও।

গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ঢাকাটাইমস/৫আগস্ট/এসকেএস