ফারান তোরেসকে দলে ভেড়ালো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৯:৪৮

ভ্যালেন্সিয়া থেকে উইঙ্গার ফারান তোরেসকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দলের আক্রমনভাগকে শক্তিশালী করার লক্ষ্যে সিটি কোচ পেপ গার্দিওলার ইচ্ছাতেই তোরেসকে পাঁচ বছরের জন্য নেয়া হয়েছে বলে সিটি সূত্রে জানা গেছে।

২০ বছর বয়সী এই তরুন স্প্যানিয়ার্ড এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে সিটিজেনদের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড়। প্রাথমিকভাবে ২০.৯ মিলিয়ন পাউন্ডে তোরেসের সাথে সিটির চুক্তি হয়েছে।

সিটির ওয়েবসাইটে চুক্তি প্রসঙ্গে তোরেস বলেছেন, ‘সিটিতে যোগ দিতে পেরে আমি দারুন খুশী। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে একটি আক্রমনাত্মক দলের অংশ হতে। আমি মনে করি বিশ্বের অন্যতম আক্রমনাত্মক দল হচ্ছে ম্যানচেস্টার সিটি। পেপের দারুন একটি আগ্রাসী স্টাইল আছে এবং সে সাহসিকতাকে সবসময়ই অণুপ্রানীত করে। তার এই বিষয়টি আমি দারুন পছন্দ করি। খেলোয়াড়দের উন্নতিতে একজন ম্যানেজার হিসেবে সহযোগিতা করার ক্ষেত্রে সে নিজেকে প্রমান করেছে। তার হাত ধরে আমি নিজের উন্নতির স্বপ্ন দেখি।’

লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগের শিরোপা হারানোর পর গার্দিওলা তার দলকে শক্তিশালী করার জন্য মুখিয়ে আছেন। ইতোমধ্যেই বোর্নমাউথ থেকে ডিফেন্ডার ন্যাথান আকেকে দলে নিতে ৪১ মিলিয়ন পাউন্ডের একটি সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

সিটি ফুটবল পরিচালক টিক্সিকি বেগিরিস্টেইন বলেছেন, ‘আমরা ফারানের ক্রমাগত উন্নতি বেশ কাছে থেকে অনুসরন করেছি এবং তার উন্নতিতে আমরা দারুন সন্তুষ্ট। তার বয়স কম এবং প্রতিদিনই তার উন্নতি হচ্ছে। একজন উইঙ্গারের যে ধরনের টেকনিক্যাল গুন থাকা দরকার তার মধ্যে আমরা সেটাই পেয়েছি। ম্যাচ জয়ী মুহূর্ত উপহার দিতে সে সবসময়ই প্রস্তুত থাকে।’

ভ্যালেন্সিয়ার হয়ে গত মৌসুমে ৪৪টি ম্যাচে ৬ গোল করেছেন তোরেস।

এদিকে ভ্যালেন্সিয়া টুইটারে লিখেছে, ‘মাত্র ৭ বছর বয়সে তুমি আমাদের একডেমীতে এসেছিলে। একজন ফুটবলার ও একজন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে এই দীর্ঘ সময় আমরা তোমার পাশে থেকেছি। এই মুহূর্তে তুমি আমাদের ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছো। ম্যানচেস্টার সিটিতে আমরা তোমার শুভ কামনা করছি।’

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :