বাল্যবিয়ে দেয়ায় কনের মায়ের জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২৩:৫৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা শামছুন্নাহারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে উপজেলার আগরপাট্টা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর সাথে একই উপজেলার সাটিয়াদী গ্রামের কালাম মিয়ার ছেলে বিদেশ ফেরত আশরাফুল ইসলামের বাল্যবিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জানতে পারেন বাল্যবিয়ে সম্পন্ন হয়ে গেছে। পরে কনের মা শামছুন্নাহারকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান কনের মা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা’কে ২৫ হাজার টাকা জরিমানা- অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :