বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০৭:০৭

ঢাকাটাইমস ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈরুতের ওই বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হলো। আহত হয়েছেন আরও ৭৮ জন। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য রয়েছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন।

নিহত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

প্রথম সচিব মামুন জানান, আহতদের মধ্যে ৮-১০ জনের মতো বর্তমানে হাসপাতালে আছেন। বাকিদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া আহত নৌবাহিনীর ২১ সদস্যের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মামুন আরও জানান, বিস্ফোরণস্থলের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও বাংলাদেশ দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। বহুদূর পর্যন্ত বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কম্পন অনুভূত হয় ২৪০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্রেও। অনেকেই মনে করেছিলেন ভূমিকম্প হয়েছে। ভয়াবহ এ বিস্ফোরণ প্রাণ কেড়ে নিয়েছে ১শ’রও বেশি মানুষের। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ। লন্ডভন্ড হয়েছে শহর। ঘরহারা হয়েছে অন্তত ৩ লাখ মানুষ।

ঢাকাটাইমস/৬আগস্ট/এমআর