ঈদে মুনছুর গাজী ফাউন্ডেশনের বই উপহার

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ১০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবারের ঈদেও শিশুদের বই উপহার দিয়েছে চাঁদপুরের মুনছুর গাজী ফাউন্ডেশন (সাবেক গাজী আবদুর রহমান পাঠাগার)। ১ আগস্ট ঈদুল আজহার দিন চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে এ বই দেওয়া হয়।

সংগঠনটি এবারসহ ১৭টি ঈদে শিশুদের বই উপহার দিয়েছে। উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। 

শিশুদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মরিয়ম বেগম, প্রতিষ্ঠাতা লেখক-সাংবাদিক ও পর্যটক গাজী মুনছুর আজিজ, সদস্য গাজী আবদুল মান্নান, সুমাইয়া আক্তার মুনিয়া প্রমুখ।
 
ঈদের সালামি হিসেবে নতুন বই পেয়ে শিশুরা বেশ উল্লাসিত।

বই উপহারের পাশাপাশি ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের উদ্যোগে গাছেরচারা বিতরণ ও রোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, সাধারণজ্ঞান ও খেলাধুলার প্রতিযোগিতা, ইলিশ আড্ডার আয়োজন, ‘ঈদ উৎসব’ নামে ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, আমরা চাই শিশুরা পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠে আগ্রহী হউক। সেজন্য ঈদের দিনে বই উপহারের এ কার্যক্রম। মূলত ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশুদের বই উপহার দিবে সে প্রত্যাশা আমাদের।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এজেড)