অবৈধভাবে এক ইঞ্চি বালু বিক্রি করতে দেব না: তাহিরপুরের ইউএনও

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ১৫:২৫ | আপডেট: ০৬ আগস্ট ২০২০, ১৫:৫২

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কোনো নদী বা ছড়া থেকে অবৈধভাবে এক ইঞ্চি বালুও উত্তোলন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে ঢাকাটাইমসের এই প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় পদ্মাসন সিংহ এ কথাগুলো বলেন।

তিনি বলেন, কিছু ভূমিখেকো ও বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, নৌকা আটক করেছি, জরিমানা করেছি- এতে কারো ক্ষতি হতে পারে। কিন্তু আমি কারো ক্ষতি করার জন্য এই কাজ করিনি। সরকারের সুনাম ও জনস্বার্থেই এই কাজ করেছি, ভবিষ্যতেও করে যাব।

তিনি বলেন, এ উপজেলার শান্তিপুরসহ কয়েকটি ছড়া ও  কোনো নদী থেকেই অবৈধভাবে এক ইঞ্চি

বালু উত্তোলন ও বিক্রি করতে কাউকে দিব না, সে যত বড় শক্তিশালী হোক। আর আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা সরকারি আইন লঙ্ঘন করবে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করব।       

তিনি নিজেকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারাই সমাজের নানান অসংগতি তুলে ধরবেন। আপনাদের দ্বারাই সমাজের ভালো-মন্দ চিত্র প্রকাশিত হবে। আমার কাছে তথ্য চাইবেন আমি দেব, দিতে বাধ্য, তবে ভুলভাবে প্রচার করবেন না। কাজে অনিয়ম হলে, কোনো স্থানে অন্যায়-জুলুম হলে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। আর আপনারাও লিখেন তবে ভুল লিখবেন না। আমি আপনাদের সহযোগিতা চাই।

ইউএনও পদ্মাসন সিংহ আরও বলেন, আমার কাজ সবাইকে সাথে নিয়ে এই উপজেলার উন্নয়নে সকল কাজের বাস্তবায়ন করা। আমার ভুল হলে সবাই শুধরে দেবেন। আমি নিয়মের মধ্যে থেকেই উপজেলার স্বার্থে কাজ করে যাব।

তিনি বলেন, তাহিরপুর উপজেলা এমনিতেই বিভিন্ন কারণে আলোচিত ও পর্যটনসমৃদ্ধ এলাকা, তাই সবার সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন করে সবার কাছে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই।

ঢাকাটাইমস/৬ আগস্ট/পিএল