যশোরে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ১৫:৫৪

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে প্রকাশিত যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে এ ৭৯ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার এই ফল প্রকাশ করেন।

তিনি জানান, এদিন তাদের ল্যাবে মোট ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩১টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে যশোরের ৭৯ জন রয়েছে। এছাড়া মাগুরার ৪৪টি নমুনা পরীক্ষায় ৩১টি এবং নড়াইলের ৬০টি নমুনা পরীক্ষায় ২১টির করোনা পজেটিভ ফল পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার যবিপ্রবি জেনোম সেন্টার থেকে যশোর জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ৭৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্রু হয়েছে ২৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ হাজার ১৭৪ জন।

(ঢাকাটাইমস/৬াগস্ট/পিএল)