ডিএসইতে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ১৮:১৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচী আধা ঘণ্টা বেড়েছে। আগামী রবিবার (৯ আগস্ট) থেকে ডিএসইতে নতুন সময়সূচী অনুযায়ী সকাল ১০টায় লেনদেন শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী রবিবার থেকে ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে;যা ২টা ৩০ মিনিটে শেষ হবে। আগে ডিএসইতে লেনদেনের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পরযন্ত। এ হিসাবে ডিএসইতে আধাঘণ্টা লেনদেনের সময় বেড়েছে। অর্থাৎ নতুন নিয়মঅনুযায়ী ডিএসইতে সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে।

ঢাকাটাইমস/ ০৬ আগস্ট/ আরএ