দিনমজুর আইয়ুবকে হত্যার অভিযোগ স্বজনদের

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ১৯:৩১ | আপডেট: ০৬ আগস্ট ২০২০, ১৯:৪৩

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলীকে (৫৫) হত্যা করা হয়েছে অভিযোগ করে নিহতের স্বজন এবং এলাকাবাসী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়ার ওইসব কর্মসূচি পালন করা হয়। এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইয়ুবের ছেলে ছামিউল ইসলাম।

ছামিউল বলেন, গত ৩০ জুলাই রাতে একই গ্রামের মাছের খামারি রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও স্থানীয় নবী হোসেন তাদের বাড়িতে গিয়ে তার বাবার বিরুদ্ধে চুরি করে মাছ ধরার অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি দেয়। ঠিক ওই রাত থেকে নিখোঁজ হয় তার বাবা।

পরে ১ আগস্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডোবায় তার বাবার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। ওই দিন ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই দিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় আদালতে রাসেল ও নবী হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়।

সংবাদ সম্মেলন শেষে আইয়ুব আলীর স্বজন ও এলাকাবাসী মামলার সুষ্ঠু বিচার চেয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএ)