দিনাজপুরে করোনায় দুজনের মৃত্যু, আরো শনাক্ত ৫১

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০৯

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরে করোনায় আরো দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩১ জনের।          

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিরল উপজেলায় মো.সফিউল্লাহ (৮০) নামে একজন এবং দিনাজপুর শহরে নিজ বাড়িতে মো.মোস্তফা( ৪২) নামে আরেকজনের করোনায় মৃত্যু হলো বৃহস্পতিবার।            

এছাড়া ১১ জন র‍্যাব সদস্য, দুজন ব্যাংকার, দুজন স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮০জন। আর বৃহস্পতিবার ৪১ জনসহ এ পর্যন্ত সুস্থ  হয়েছেন এক হাজার ৩৬৮ জন করোনা রোগী।

বৃহস্পতিবার নতুন আক্রান্তদের মধ্যে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ১১ জন সদস্য রয়েছে। রয়েছে চিরিরবন্দরের সোনালী ব্যাংকের স্টাফ আব্দুল হালিম (৩৫) ও  আব্দুস সামাদ (৫৩)। এছাড়া দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্স সেলিনা পারভীন (৩৩) ও ফেরদৌসী বেগমের (৪৯) শরীরেও করোনা ধরা পড়েছে।

তবে জেলা সদরে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/কেএম)