শ্রীলঙ্কা সফরেই ফিরতে পারেন সাকিব

অনলাইন ডেস্ক
| আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:০৬ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ১০:৫০

করোনা পরবর্তী এখনো কোন ধরণের ক্রিকেট ফেরাতে না পারা বিসিবি শ্রীলঙ্কা সফরেই নজর দিয়েছিল। স্থগিত হওয়া তিন টেস্ট সিরিজটি ইতোমধ্যে দুই বোর্ডের আলোচনার টেবিলে, শীঘ্রয়ই চূড়ান্ত হবে। বিসিবির ভাষ্যমতে সিরিজ চূড়ান্তই, কেবল সূচির অপেক্ষায় তারা। হিসাবমতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও ফেরার সুযোগ আছে এই সিরিজ দিয়েই। অক্টোবরে লঙ্কা সফরে যাবে টাইগাররা, তবে কোয়ারেন্টাইন, প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজ মাঠে গড়াবে নভেম্বরে।

এদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ফলে নভেম্বরে টাইগারদের পোস্টারবয়ের মাঠে নামতে বাধা থাকছে না। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা সাকিবের নিজের সাথেই, থাকতে হবে ম্যাচে খেলার মত ফিট।

কিছুদিনের মধ্যে ইংল্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরুর কথা সাকিবের। মাঠে ফিরতে একটি কাউন্টি ক্লাবের সাথে যোগাযোগও করেছে। তাকে সাহায্য করবেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক।

সাকিবের শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খেলার মত ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ফেরার সুযোগ আছে সাকিবের।’

অক্টোবরে টাইগারদের লঙ্কা সফর নিশ্চিত হলেও থাকছেনা কোনো সীমিত ওভারের ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘শ্রীলঙ্কা সফর মোটামুটি নিশ্চিত হযে গেছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে যেতে পারে দল। টেস্টের বাইরে অন্য সংস্করণ আগের আলোচনায় ছিল। এখন আর টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হচ্ছে না।’

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :