করোনায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক লতিফের মৃত্যু

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ১১:২৬ | আপডেট: ০৭ আগস্ট ২০২০, ১২:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন কেয়ার (এএমসি) পরিচালক ডা. এফ বি এম আবদুল লতিফ।

রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী আবদুল লতিফ গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরে শোকের ছায়া নেমে আসে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ঢাকাটাইমস/৭আগস্ট/এমআর